এই জামানায় দ্বীনের কাজ যেসব বুজুর্গরা আনজাম দিচ্ছে

এই জামানায় দ্বীনের কাজ যেসব বুজুর্গরা আনজাম দিচ্ছে, আজকে তাদের কয়েক জনের সম্পর্কে বলব। এখানে একটা জিনিস বুঝে রাখা ভালো, তা হলো আল্লাহ্ সবাইকে সব যোগ‍্যতা দেয় না। তাই একজনের কোন কথাটির উপর আমল করবেন, সেটা আল্লাহ্ তাকে কি যোগ‍্যতা দিয়েছেন তার উপর নির্ভর করে।

1) হযরত মাওলানা ওলীপুরি সাহেব
মাযহাব বিশেষ করে হানাফি মাযহাব এর বিভিন্ন বিষয়ের উপর তথাকথিত বিভিন্ন স্কলারদের বিভিন্ন বিভ্রান্তি মূলক বক্তব্যের তিনি দাদ ভাংগা জবাব দিয়েছেন যা তার বয়ান গুলো শুনলে বুঝতে পারবেন।

2) হযরত মাওলানা সা’দ সাহেব
বর্তমান বিশ্বে দাওয়াত ও তাবলীগ এর কাজে যতগুলো মাধ্যম রয়েছে, তাদের মধ‍্যে যারা সবচেয়ে বেশি সুন্নাত এর অনুসরন করছে, তাদের আমির তিনি, যার দ্বারা আজকে দুনিয়াতে কোটি কোটি মানুষ দ্বীন অনুযায়ী চলার পথ খুজে পাচ্ছে।

3) হযরত মাওলানা তারিক জামিল সাহেব
বিভিন্ন শ্রেণির মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌছিয়ে তাদেরকে তিনি আলোর ঠিকানা বলে দেন। এই মহান দ্বায়ীর দাওয়াতে পৃথিবীর অগণিত মানুষ খুজে পায় তার আসল গন্তব্য।

4) ডা. যাকির নায়েক সাহেব
ইসলামই যে একমাএ সত‍্য ধর্ম এবং এই ধর্ম অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই বিষয়টি তিনি প্রমাণ সহ লেকচার দিয়েছেন, যা শুনে অগনিত মানুষ বুঝেছে হুযুর মুহাম্মদ (সাঃ) আগমনের পর পূর্বের সকল শরিয়াত বাতিল হয়ে গেছে ।

Loading

This entry was posted in অশ্রেণীভুক্ত. Bookmark the permalink.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।