যখন কোন মুমিন বান্দা ইসলামকে জানার জন্য, শরীয়তকে জানার জন্য ইলম অর্জনকে বেছে নেয়, পাকাপোক্ত একটি নিয়ত করে তখন আল্লাহ তাআলা তার জন্য সেই রাস্তাকে সহজ করে দেন। যুগে যুগে প্রকাশ্যমান হয়ে আসা ইলমের এই সুধা পান করেই গড়ে উঠেছেন একেকজন মুহাদ্দিস, একেকজন আবেদ। সময় বা দূরত্ব আগেও কখনো আবেদদের জন্য প্রতিবন্ধক ছিলো না আলহামদুলিল্লাহ।