যেকোনো ইবাদাত ফরজ হওয়ার সাথে সাথে সে সম্পর্কিত মাসয়ালা-মাসায়েল জেনে নেওয়াও ফরজ। কাজের বেলায়ও একই নিয়ম বর্তায়। অর্থাৎ যখন যে কাজ করা হয়, তার মাসয়ালা জেনে নেওয়া আবশ্যক। তাই পবিত্রতা থেকে শুরু করে ব্যবসায়সহ নিত্যদিনের সাথে জড়িত প্রয়োজনীয় মাসায়ালা নিয়ে ১.৫ বছর মেয়াদী ” ফিকহ কোর্স”।
- Teacher: Darul Uloom