761 দেখা হয়েছেপরিবার নীতিআকলাখ পারিবারিক জীবন
0
0 টি মন্তব্য

আসসালামু আলাইকুম।

হুজুর,
আমি আমার স্ত্রীর সাথে সবসময় সদয় থাকতে চাই। তার প্রতি আমি যত্নশীলও। সবসময় তার খেয়াল রাখার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে তার কিছু আচরণ ও কাজ আমাকে কষ্ট দেয়। আমি তাকে এসব বলতে গিয়ে মাঝে মাঝে আরো ধাক্কা খাই। তারপর আমি তার সাথে খারাপ আচরণ করি। আমার অতিরিক্ত রাগের জন্য আমি হুট করে উগ্র হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করি। আমি চাই না এমন করতে। তারপরও করে ফেলি। প্রত্যেকবারই আমি এর জন্য লজ্জিত হই।
আমার এই গুনাহ ও স্ত্রীর এই সমস্যা থেকে আমি কিভাবে নিষ্কৃতি পেতে পারি যাতে আমার দাম্পত্য জীবন সুন্দর ও বরকতময় হবে ?

Loading

Arab Light Online Madrasa প্রশ্নের উত্তর দিয়েছেন ফেব্রুয়ারি 20, 2023
একটা মন্তব্য যোগ করুন

1 উত্তর

0

জবাবঃ-  কোন মানুষের সব কিছু ভালো লাগবে এমন নয়।

এই কারনেই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন –

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মমিন পুরুষ যেন কোন মুমিন নারীকে শত্রু মনে না করে। কেননা যদি সে তার এক কাজকে অপছন্দ করে। তার অপর কাজকে পছন্দ করবে।

{সহিহ মুসলিম, হাদিস নং১৪৬৯}ও {মুসনাদে আহমদ হাদিস নং৮৩৬৩}

হযরত আয়েশা রাঃ থেকে বর্ণিত। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুমিনদের মধ্যে সেই ব্যক্তি অধিকতর পূর্ণ মুমিন, যে ব্যক্তি সদাচারী, এবং নিজ পরিবারের জন্য কোমল এবং অনুগ্রহ শীল। {সুনানে তিরমিজি, হাদিস নং২৬১২,মুসনাদে আহমদ হাদিস নং২৪২০৪}

এই কারণে যথাসাধ্য চেষ্টা করুন এবং উভয় উভয়কে বুঝতে শিখুন।পারস্পরিক অধিকারের প্রতি যত্নশীল হোন।আল্লাহ আপনাদের পরিবারকে সুখী রাখুন। ফিতনা থেকে হিফাজত করুন। আমিন

(আল্লাহ-ই ভালো জানেন)

Loading

Arab Light Online Madrasa প্রশ্নের উত্তর দিয়েছেন ফেব্রুয়ারি 20, 2023
একটা মন্তব্য যোগ করুন
আপনার উত্তর লিখুন।

Categories

প্রশ্ন পরিসংখ্যান

  • Active
  • দৃশ্য761 times
  • উত্তর1 উত্তর