1.07K দেখা হয়েছেআকিদাহামুদ কওসার চৌধুরী
0
0 টি মন্তব্য

আসসালামুয়ালাইকুম,
আশাকরি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আমার প্রশ্নটি হল,

১.
عَنْ عَائِشَةَ، أَنَّ جِبْرِيلَ، جَاءَ بِصُورَتِهَا فِي خِرْقَةِ حَرِيرٍ خَضْرَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ إِنَّ هَذِهِ زَوْجَتُكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ‏”‏ ‏.‏

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:

জিবরীল (‘আঃ) একখানা সবুজ রংয়ের রেশমী কাপড়ে তার (‘আয়িশাহ্‌র) প্রতিচ্ছবি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে নিয়ে এসে বলেন, ইনি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী।

-জামে’ আত-তিরমিজি, হাদিস-৩৮৮০,
-সহিহ ইবনে হিব্বান, হাদিস-৭০৯৪,

২.
أن النبي صلى الله عليه وسلم قال لعائشة -رضي الله عنها-: «أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُونِي زَوْجَتِي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ؟» قُلْتُ: بَلَى وَاللَّهِ، قَالَ: «فَأَنْتِ زَوْجَتِي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ»
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়িশাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী হবে? আমি বললাম, আল্লাহর কসম! অবশ্যই। তিনি বললেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী।
— মুস্তাদরাক হাকিম,খন্ড-৪ পৃষ্ঠা-১০,
– সহিহ ইবনে হিব্বান, হাদিস-৭০৯৫,
– কানযুল উম্মাল ,খন্ড-৫ পৃষ্ঠা-৩৩২.

এই হাদিস দুটোর সত্যতা সম্পর্কে জানতে চাই।এই হাদিস দু’টো কি সহিহ হাদিস? বিস্তারিত জানালে উপকৃত হব।জাযাকাল্লাহ……..

Loading

Shihab chowdhury প্রশ্নের উত্তর দিয়েছেন জুলাই 25, 2022
একটা মন্তব্য যোগ করুন

1 উত্তর

0
হাঃমাওঃতরিকুল ইসলাম (anonymous) 0 মন্তব্যসমূহ

১নংহাদিস সম্পর্কে মতামত ঃ
ইমাম তিরমিজি (আবূ ঈসা) রহঃ বলেন, এ হাদীসটি হাসান গারীব। 
 
অনেক মুহাদ্দিসিনে কেরামগন উক্ত হাদীসকে ছহীহ বলে আখ্যায়িত করেছেন।
 

২নংহাদিস সম্পর্কে মতামত ঃ
মুসতাদরাকে হাকিম গ্রন্থে উক্ত হাদীসকে ছহীহ বলা হয়েছে।
ইমাম যাহাবী রহঃ, শায়েখ আলবানী রহঃ, শুয়াইব আল আরনাউত রহঃ ছহীহ বলেছেন।
★প্রশ্নে উল্লেখিত উভয় হাদীস ছহীহ।

Loading

Arab Light Online Madrasa এটি প্রকাশ করেছে জুলাই 25, 2022
একটা মন্তব্য যোগ করুন
আপনার উত্তর লিখুন।

Categories

প্রশ্ন পরিসংখ্যান

  • Active
  • দৃশ্য1072 times
  • উত্তর1 উত্তর