আমার আম্মার শুধু দুই ভরি সোনা আছে। সাথে ১ বিঘা ক্ষেতি জমি আছে।এতে তার উপর কি জাকাত ওয়াজিব হবে?
আব্দুল্লাহ আল মামুন
Arab Light Online Madrasa এটি প্রকাশ করেছে এপ্রিল 25, 2021
যাকাত আবশ্যক হয়, মোট ৪টি বস্তুর উপরে। যথা-
১-স্বর্ণ।
২-রৌপ্য।
৩-ব্যবসায়ীক পণ্য।
৪-নগদ অর্থ।
এছাড়া বাকি সম্পদ যতই হোক না কেন, এর উপর যাকাত আসে না।
স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হল বিশ মিসকাল। -সুনানে আবু দাউদ ১/২২১; মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭০৭৭, ৭০৮২
আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি।
. রুপার ক্ষেত্রে নিসাব হল দু’শ দিরহাম। -সহীহ বুখারী, হাদীস ১৪৪৭; সহীহ মুসলিম, হাদীস ৯৭৯
আধুনিক হিসাবে সাড়ে বায়ান্ন তোলা। এ পরিমাণ সোনা-রুপা থাকলে যাকাত দিতে হবে।
প্রয়োজনের উদ্ধৃত্ত টাকা-পয়সা বা বাণিজ্য-দ্রব্যের মূল্য যদি সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ হয় তাহলে যাকাতের নিসাব পূর্ণ হয়েছে ধরা হবে এবং এর যাকাত দিতে হবে।-মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৬৭৯৭,৬৮৫১; মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ৯৯৩৭
মৌলিক প্রয়োজন থেকে উদ্ধৃত্ত স্বর্ণ -রৌপ্য, ব্যবসায়ীক মাল, টাকা-পয়সা নিসাব পরিমাণ হলে এবং এক বছর স্থায়ী হলে বছর শেষে তার যাকাত আদায় করা ফরয হয়।-মুসান্নাফে আবদুর রাযযাক ৭০৯১,৭০৯২
জমির উপর যাকাত আসে না।
আপনার মায়ের যেহেতু ২ ভরি স্বর্ণ রয়েছে কিন্তু ২ ভরি স্বর্ন নিসাব পরিমাণ নয়। নিসাব হল সাড়ে সাত ভরি।
তাই এই দুই ভরি স্বর্ণের উপর যাকাত আসবে না।
কিন্তু যদি আপনার মায়ের কাছে ২ ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা (১০, ২০ হাজার )টাকাও মজুদ থাকে তাহলে, ঐ টাকার জন্য ২ ভরি স্বর্ণের যাকাত আসবে।
২ ভরি স্বর্ণ ও ঐ টাকার মূল্য হিসেব করে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্য হয় তাহলে যাকাত আসবে।
ধরুন, প্রতি ভরি স্বর্ণের মূল্য ৫০,০০০ টাকা। আপনার কাছে ২ ভরি স্বর্ণ আছে, তাহলে মোট ১,০০০০০ টাকা এবং নগদ আছে ধরুন ১০,০০০ টাকা। তাহলে মোট দাড়ায় ১১০,০০০ টাকা।
এখন আপনাকে হিসেব করতে হবে সাড়ে বায়ান্ন ভরি রূপার মূল্য কত। ধরুন ৫০,০০০ টাকা। দেখা যাচ্ছে ২ভরি স্বর্ণ ও ১০০০০ টাকা মিলে সাড়ে বায়ান্না ভরি রুপার মূল্য পার হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে যাকাত আসবে।
মোট কথা, ঐ ১০,০০০ টাকার জন্য আপনাকে ২ ভরি স্বর্ণের যাকাত দিতে হবে নতুবা শুধু দুই ভরি স্বর্ণের জন্য যাকাত প্রযোজ্য না
Faisal Ahmed
Arab Light Online Madrasa এটি প্রকাশ করেছে এপ্রিল 25, 2021