ভর্তি চলছে আরব লাইট অন লাইন মাদ্রাসায় 

আপনি কি একজন দক্ষ আলেম / আলেমা ও হাফেজ / হাফেজা হতে চান । তাহলে আজই আবেদন করুন ভর্তির জন‍্য। আসন সংখ্যা সীমিত ।

ভর্তির লিংক:  arablight.info/bn/apply

আপনি শুধুমাত্র কিছু লিখতে – পড়তে জানলেই আমাদের এই কিতাব বিভাগ এর প্রথম জামাত এ ভর্তি হতে পারবেন। ভর্তির জন‍্য কোন টাকা লাগবে না। মূলত আমাদের উদ্দেশ্য সবাই যেনো ইসলাম সম্পর্কে জানতে পারে এবং আলেমে দ্বীন হিসেবে ইসলামের খেদমত করতে পারে। এইজন‍্য আমরা প্রায় বিনামূল্যে এই আলেম / আলেমা ও হেফজ কোর্স দুইটি করাচ্ছি। আমাদের প্রথম জামায়াত শেষ করলে আপনি নাহবেমীর জামায়াত এ পড়ার যোগ‍্যতা হাসিল করবেন ইনশাআল্লাহ।

শিক্ষা পদ্ধতি :

arablight.info/bn/ এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি উস্তাদদের সাথে সরাসরি সংযুক্ত হবেন। এখানে শিক্ষা প্রদান করবেন দেশের সেরা সেরা শিক্ষক / শিক্ষিকা গন ।

প্রথম জামায়াত এ নির্দিষ্ট‍ কিছু কিতাব রাখা হয়েছে।আমাদের পাঠ‍্যসূচি সবার কথা চিন্তা করেই করা হয়েছে। ইনশাআল্লাহ যারা জেনারেল লাইনে পড়াশুনা করেছে এবং কর্মব্যাস্ততা আছে (ব্যাস্ততার ফাকে ফাকে ক্লাস করার ইচ্ছা) তারাও সবগুলো কিতাব পড়তে পারবেন । ক্লাস রুটিন ঔই ভাবেই করা হয়েছে। আপনি ভর্তি হবার পর আমরা আপনাকে একটা ইউজার নেম ও পাসওয়ার্ড দিবো এবং কিভাবে লগইন করবেন সব বিস্তারিত বলে দিবো। ছাত্র / ছাত্রী হিসেবে লগইন করলে প্রথমে আপনি কিতাব গুলোর তালিকা দেখতে পাবেন। যেকোন একটি কিতাব এ ক্লিক করলে ঔই কিতাবের অধ‍্যায়গুলো পাবেন। প্রথম অধ‍্যায় এ ক্লিক করলে শিক্ষা গ্রহন করার পেজ আসবে। এখানে আপনি এই অধ‍্যায় এর পরিচিতি, বিভিন্ন শব্দের অর্থ, পুরো অধ‍্যায়ের অডিও লেকচার, পুরো অধ‍্যায়ের লিখিত পড়া, বাক্যের অনুবাদ, লেখার অপসন, অনুশীলন করার বিভিন্ন কুইজ পাবেন। সবশেষে উস্তাদ সরাসরি ভিডিও ও অডিও কল করে লাইভ ক্লাসে পুরা অধ‍্যায়টি বুঝিয়ে দিবেন। এছাড়া লাইভ ক্লাসের সময় ও পরে আপনি উস্তাদকে অধ‍্যায়ের পড়ার বিষয়ে প্রশ্ন করতে ও টেক্সট মেসেজ পাঠাতে পারবেন। প্রয়োজন হলে উস্তাদ তার কম্পিউটার বা মোবাইল স্ক্রিন ও হোয়াইট বোর্ড শেয়ার করবেন। এভাবে একটার পর একটা অধ‍্যায় শেষ হয়ে একেকটি কিতাব শেষ হবে। প্রত্যেক অধ্যয়ে অনেক অনুশীলন থাকবে এবং প্রত্যেক সপ্তাহে একটি করে টেস্ট পরীক্ষা ও পুরা বছরে তিনটি সাময়িক পরীক্ষা হবে। তাই আজই ভর্তি হন।

আর কুরআন বিভাগে আপনার কুরআন পড়ার অবস্থার উপর নির্ভর করে বিশেষ ক্লাস দেওয়া হবে। কুরআন শুনানো ও বুঝার জন‍্য একজন ছাত্রের জন‍্য একজন ওস্তাদ দেয়ার চেষ্টা করা হবে। শিক্ষা প্রদান করবেন দেশের সেরা সেরা ক্বারী ও হাফেজ / হাফেজা ওস্তাদগন।

বালিকা / মহিলাদের সাথে যোগাযোগ এবং কিতাব ও কুরআন বিভাগে শিক্ষা প্রদান করবেন, দেশের সেরা সেরা শিক্ষিকা / হাফেজা / কারিয়া / আলেমা ।

ভর্তির লিংক:  arablight.info/bn/apply

আসন সংখ্যা সীমিত। যে আগে আবেদন করবে তাকে আগে ভর্তি করা হবে, যতক্ষণ আসন সংখ্যা শেষ না হয়।

Loading