3.18K দেখা হয়েছেরোজা
0

একজন বৃদ্ধা মহিলা, যিনি রোজা রাখতে অক্ষম তার জন্য ইসলাম কি হুকুম রয়েছে?

Loading

Arab Light Online Madrasa এটি প্রকাশ করেছে এপ্রিল 25, 2021
একটা মন্তব্য যোগ করুন

1 উত্তর

0
উওরঃ অতিশয় বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে। যে ব্যক্তি বার্ধক্যজনিত কারণে কিংবা কোনো স্থায়ী জটিল রোগের কারণে রোজা রাখতে অক্ষম, ভবিষ্যতেও সুস্থতা লাভের সম্ভাবনা নেই তিনি ফিদিয়া (প্রতি রোজার জন্য পৌঁনে দুই সের গম বা তার মূল্য) আদায় করবেন। কিন্তু যদি পরবর্তীকালে কখনো সুস্থ হয়ে যান, তাহলে এ রোজাগুলোর কাজা করে নেয়া জরুরি। -সূরা বাকারা : ১৮৪; রদ্দুল মুহতার : ২/৪২৭; জাওয়াহিরুল ফাতাওয়া : ১/১২০
বিখ্যাত তাবেয়ি হজরত সাবেত বুনানি (রহ.) বলেন, হজরত আনাস ইবনে মালেক (রা.) যখন বার্ধক্যের কারণে রোজা রাখতে সক্ষম ছিলেন না তখন তিনি রোজা না রেখে (ফিদইয়া) খাবার দান করতেন। -মুসান্নাফ আবদুর রাজ্জাক, হাদিস : ৭৫৭০
Mufti Sohail

Loading

Arab Light Online Madrasa এটি প্রকাশ করেছে এপ্রিল 25, 2021
একটা মন্তব্য যোগ করুন
আপনার উত্তর লিখুন।
error: Content is protected !!