7 দেখা হয়েছেতালাকতালাক প্রসঙ্গে জানতে চাই
0
0 টি মন্তব্য
  1. আসসালামুয়ালাইকুম হুজুর আমাকে বাঁচতে সাহায্য করুন আমাকে বাঁচতে সাহায্য করুন প্লিজ আপনি যদি আমার সামনে থাকতেন আমার অন্তরের কষ্ট আর ভয়টা আপনাকে হয়তো বোঝাতে পারতাম আমি হালাল সম্পর্ক চাই হারাম না প্লিজ আমাকে বাঁচতে সাহায্য করুন আমি প্রশ্ন দিচ্ছি আমাকে সমাধান দিন।    (১) আমি একা বসেছিলাম আমার সঙ্গে আর কেও ছিলনা। হঠাৎ আমার একটা পুরোনো মজার ভিডিওর কথা মনে পড়ে তো আমি এটা মুখে উচ্চারণ করে শর্ত তালাক দিলাম নাকি মনে মনে শর্ত তালাক দিলাম নাকি আমি সন্দেহ করছি আসলে আমি কোনো শর্ত তালাক রাখিনি আমি কোনদিক শিওর হতে পারছি না। কিন্তু যেমন শর্ত তালাক দিয়েছি বলে মনে হচ্ছে সেটা মুখে উচ্চারণ করে হোক মনে মনে হোক আর সন্দেহ হোক সেটা যদি সত্যি মুখে উচ্চারণ করে রেখে থাকি তাহলে সেই শর্ত পাওয়া গেছে এখন আমি কি করবো আমার কোনো সাক্ষী প্রমাণ নেই আমি একা ছিলাম আমি কিছুতেই শিওর হতে পারছি না আমি কি করব সমাধান দিন প্লিজ।                                                          (২) তারপর একদিন আমি একটি ভিডিও দেখছিলাম সেখানে একটি লোক আর একটি লোককে বললে যে তুই যদি আর একবার বলিস তাহলে বলে সেই লোকটি থেমে গেলে। তারপর সেই ভিডিওর লোকটির কথার রিয়াকশন দিয়ে আমি যেনো বললাম যে তুই  তালাক বা তোকে তালাক বা তোকে তালাক দিয়েদেবো আমি তখন এটা মনে মনে বলেছি নাকি উচ্চারণ করে বলেছি নাকি আমি কিছু বলিনি শুধু সন্দেহ হচ্ছে। তাহলে এর সমাধান কি হবে।                    (৩) তারপর একদিন আমি যেই ব্যাংকে সিকিউরিটি জব করি সেই ব্যাংকে ওডিট আসে তো অডিট ব্যাংক থেকে বেরোতে দেরিকরছিল মানে অডিট ব্যাংক থেকে না বের হলে আমি বাড়ী যেতে পারবনা তখন আমি অডিট কে মনে মনে গালাগালি দিয়ে ফেলি। ঠিক তখনি আমার মধ্যে চিন্তা এলো যে আমি কি এমন শর্ত তালাক রেখেছি যে আমি যদি অডিট কে গালাগালি দি তাহলে আমার বউ তালাক আর শর্ত তালাক টা কি উচ্চারণ করে দিয়েছি নাকি মনে মনে তো এর সমাধান কি হবে।                                         (৪) তো হুজুর উপরের তিনটি পশ্নের ক্ষেত্রে যদি কোনোটিতে তালাক হয়ে থাকে যা আমি দ্বারা আমি পুরোপুরি নিশ্চিৎ হতে পারছি না এবং এমন অবস্থায় আমি যদি সংসার করে যাই তাহলে কাল হাশরের ময়দানে আমি আর আমার স্ত্রী জেনাকারি হব কি আমার স্ত্রীর পতি আমার কোনো অভিযোগ নেই আমার দুজন দুজনকে অনেক ভালবাসি।হুজুর আমার শরীরে একটু আঘাত লাগলে আমার স্ত্রী কেঁদে ফেলে সেই মেয়েটিকে ভালনাবেসে থাকা যাই আমার স্ত্রীকে তালাক দেবার কোনো নিয়ত আমার অন্তরে নেই তবু ও আমার সাথে এসব ঘটে আমি কিছু করতে পারিনি যেনো কেও আমার বেরেনতাকে মানে আমার নফসের উপর কেও যেনো জুলুম করে আমার স্ত্রীকে তালাক দিতে বাধ্য করছে প্লিজ আমাকে বাঁচতে সাহায্য করুন প্লিজ

Loading

ফরিদ হোসেন মিস্ত্রী Asked question 2 দিন আগে
একটা মন্তব্য যোগ করুন

0 উত্তর

আপনার উত্তর লিখুন।

Categories

প্রশ্ন পরিসংখ্যান

  • Active
  • দৃশ্য7 times
  • উত্তর0 উত্তর