বিদেশ ভ্রমনে আগ্রহী প্রবাসীকর্মীদের জন্য আগামী সোমবার (০৫-০৭-২০২১) হতে বাধ্যতামূলক কোভিড ভ্যাক্সিন রেজিস্ট্রেশন এর জন্য নিচের তিনটি ধাপ অনুসরন করুন:
১। ঘরে বসে আমি প্রবাসী অ্যাপ ( Ami Probashi ) এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে বিএমইটি নম্বর নিশ্চিত করুন।
২। বিএমইটি রেজিস্ট্রেশন সমপন্ন করে, সুরক্ষা (www.surokkha.gov.bd) অ্যাপে লগ ইন করে ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৩। আপনার পাসপোর্ট নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে ভ্যাকসিনের সময়সূচী ও কার্যক্রম সম্পূর্ন করুন।
প্রথমে আমি প্রবাসী অ্যাপ এ পাসপোর্ট দিয়ে নিবন্ধন সম্পন্ন করে বিএমইটি এর নাম্বার নিতে হবে। এর পর এই ডাটা সুরক্ষা ওয়েবসাইট এ আসতে কয়েকদিন সময় লাগবে। কয়েকদিন পর আপনি এই পাসপোর্ট দিয়ে সুরক্ষা ওয়েবসাইট এ নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের কয়েকদিন পর টিকা দেবার জন্য মোবাইল এ ম্যাসেজ যাবে। এরপর সুরক্ষা ওয়েবসাইট হতে আপনি টিকা কার্ড নিয়ে ঢাকার নির্দিষ্ট কেন্দ্রে গেলে টিকা দিয়ে দিবে। আপনার পাসপোর্ট দ্বারা নিবন্ধন হয়নি এই লেখা আসার কারন হয়ত পাসপোর্ট দিয়ে বিএমইটি নাম্বার নেননি আথবা ডাটা এখনো আমি প্রবাসী হতে সুরক্ষা ওয়েবসাইট এ আসেনি।
Covid-19 Vaccine টিকা কার্ড ও টিকা সনদ কিভাবে পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিক ডাউনলোড করবেন
https://surokkha.gov.bd/vaccine-card ফরমে আপনার পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “টিকা সনদপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করলে টিকা সনদ সংগ্রহ করা যাবে।
বি: দ্র: আমি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে সরাসরি কোভিড ভ্যাক্সিন রেজিস্ট্রেশন সম্ভব নয়।
10,183 total views, 21 views today
Mdirrfan830@gmail.com
Mohammed.Arfan
mirrfan830@gmail.com
252736542