BN / EN

হাদী ও কুরবানীর মধ্যে পার্থক্য কী?

হজ্জের জন্য যে পশু জবাই হয় তা হল হাদী এবং ঈদুল আযহায় যে পশু জবাই হয় সেটি হচ্ছে কুরবানী। হাদী মিনায় বা মক্কায় জবাই করা ওয়াজিব। আর কুরবানী নিজ দেশেও দেয়া যাবে।

হাজীদের জন্য হাদী ওয়াজিব। হাদীকে দমে শুক্রও বলা হয়। তামাত্তু ও কিরান হাজীদের জন্য হাদী ওয়াজিব। তামাত্তু ও কিরান হাজীগণ যদি মক্কার অধিবাসী হয় তাহলে, এক্ষেত্রে হাদী লাগবে না। এমনকি রোযাও রাখতে হবে না।

Loading

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!